ফেসবুক কভার ফটো সাইজ | ফেসবুক কভার ফটো ডিজাইন ।

আসসালামু আলাইকুম, এখন থেকে ফেসবুক পেজের কভার ডিজাইন মোবাইল ফোন দিয়ে কিভাবে করবেন। এবং প্রফেশনাল ভাবে গ্রাফিক্্রস ডিজাইনের কাজ না জেনে কিভাবে ফেসবুক পেজের কভার ডিজাইন করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আমি আজকের এই পোষ্টের মাধ্যমে।
ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন পেইজ কভার ফটো সাইজ ফেসবুক পেজের কভার ফটো Facebook page cover photo size ফেসবুক কভার ফটো ডাউনলোড ইসলামিক ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো ডিজাইন plp ফেসবুক কভার ফটো ডিজাইন png

সম্মানিত পাঠক, বিশ্বাস হচ্ছে না, আমি আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব যে কোন এপ্লিকেশনের মাধ্যমে আপনি কোন গ্রাফিক্স ডিজাইনের কাজ না জেনে বা ইলাস্ট্রেটর ব্যবহার না করেও সুন্দরভাবে ফেসবুক পেজের কভার তৈরি করতে পারবেন, সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব।

পোষ্ট সুচিপত্রঃ

  • ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন
  • পেইজ কভার ফটো সাইজ
  • ফেসবুক কভার ফটো ডাউনলোড

ফেসবুক পেজ কভার ফটো ডিজাইনঃ

আপনি প্রথমে চলে আসবেন মোবাইল স্ক্রিনে, সেখান থেকে প্লে স্টোরে প্রবেশ করবেন। আপনি প্লে স্টোরে প্রবেশ করার পরে সেখানে লিখবেন Canva । আপনার সামনে Canva Apps চলে আসবে। Canva এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসলে আপনি ইন্সটল করে নেবেন, ইন্সটল করার পরে ওপেন করবেন।

এরপরে আপনাকে যা করতে হবে Canva অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার একটি জিমেইল আইডি দিয়ে লগইন করে নেবেন। অথবা আপনার ফোনে যদি ফেসবুক আইডি লগইন থাকে বা জিমেইল আইডি যদি লগইন থাকে তাহলে সেটিকে সিলেট করে দিলেই আপনার জিমেইল আইডি দিয়ে Canva অ্যাপ্লিকেশনটি লগইন করা হয়ে যাবে।

আরো পড়ুন, পেওনিয়ার একাউন্ট কি | পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম বাংলাদেশ

আপনি Canva ওপেন করার পর সার্চবারে লিখবেন ফেসবুক কভার পেজ এই কথাটি লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ফেসবুক কভার পেজের টেমপ্লেট চলে আসবে। আপনি চাইলে সেখান থেকে একটি টেমপ্লেট চয়েস করে নিতে পারবেন। সেখানে আপনি আরো দেখতে পাবেন যে কিছু কিছু টেমপ্লেট প্রিমিয়াম ভার্সন অর্থাৎ আপনাকে টাকা বা ডলার দিয়ে ক্রয় করতে হবে। আর কিছু কিছু টেমপ্লেট ফ্রিতে ব্যবহার করতে পাওয়া যাবে, সেখান থেকে আপনি আপনার ইচ্ছেমতো বা সুবিধামতো একটা টেমপ্লেট নির্বাচন করে নেবেন।
ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন পেইজ কভার ফটো সাইজ ফেসবুক পেজের কভার ফটো Facebook page cover photo size ফেসবুক কভার ফটো ডাউনলোড ইসলামিক ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো ডিজাইন plp ফেসবুক কভার ফটো ডিজাইন png

আপনি যে টেমপ্লেটটি নির্বাচন করবেন সেটি আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছেমতো কাস্টমাইজেশন করতে পারবেন।

আপনি কাস্টমাইজেশন করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার পেয়ে যাবেন। আপনি যদি আপনার ছবি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ছবি ডাউনলোড করে নিতে হবে বা কোন কিছু লেখালেখি করতে চাইলে আপনি লিখালিখিও করতে পারবেনঅ আমি কিছু টুলস এর ব্যবহার সম্পর্কিত তথ্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম।

পেইজ কভার ফটো সাইজঃ

Canva টুলস সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আপনার প্রয়োজন ঠিক সেগুলোরই বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ডিজাইন টুলসঃ- কোন টেমপ্লেট কে বিভিন্ন রূপদান করার জন্য ডিজাইন অপশনটি বেছে নিতে পারেন। এই ডিজাইনের মাধ্যমে আপনার টেমপ্লেট কে বিভিন্ন অঙ্গ ভুঙ্গিতে সাজিয়ে তুলতে পারেন।

আরো পড়ুন, ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় - ফেসবুক রিলস থেকে ইনকাম।

এলিমেন্ট টুলসঃ-  আপনার টেমপ্লেটের যদি কোন লোগো বা ডিজাইনের প্রয়োজন পড়ে বা চলমান কোনো এলিমেন্টস এর প্রয়োজন হয় তখন আপনি এই টুলস টি ব্যবহার করতে পারবেন।

টেক্সট টুলসঃ- আপনি এই টেক্সট দ্বারা আপনার টেমপ্লেটে কোন কিছু লিখালিখি করতে পারবেন যেমন হেডলাইন সাবটাইটেল ইত্যাদি আপনি এই টেস্ট দ্বারা লেখালেখি করতে পারবেন।

আপলোড টুলসঃ- যদি আপনি টেমপ্লেটে বা কাস্টমাইজেশন করার জন্য আপনার ছবির প্রয়োজন হয়, তাহলে আপনি এই আপলোড অপশনটি ব্যবহার করে আপনার ফোনে থাকা বা কম্পিউটারে থাকা ছবিটিকে আপলোড করে টেপ্লেট ব্যবহার করতে পারবেন।

ড্র টুলসঃ-  আপনার টেমপ্লেটে কোন কিছু আঁকার জন্য বা মানচিত্র ইত্যাদি বা নকশা তৈরি করার জন্য আপনি এ ড্র অপশনটি বেছে নিতে পারেন, খুব সহজেই এই ড্র দ্বারা আপনি আপনার টেমপ্লেটে কাস্টমাইজেশন করে নিতে পারবেন।

ফাইল টুলসঃ- আপনি এই ফাইল দ্বারা আপনার ছবিটিকে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রুপদান দিতে পারেন, যেমন ইমপোর্ট ফাইল সেভ করতে পারবেন, কপি করতে পারবেন এবং ডাউনলোড করতেও পারবেন।

রিসাইজ টুলসঃ- আপনার টেমপ্লেটকে বিভিন্ন ফরমেটে রূপান্তরিত করার জন্য এই রিসাইজ টুলস ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি যে ফার্মেটে সাইজটি রাখতে চাচ্ছেন সেই ফরমেট কাস্টমাইজেশন করতে পারবেন।

আরো পড়ুন, কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় | প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম।

আপনি আপনার কভার ফটো কে ছোট বড় এবং বিভিন্ন কালার করতে পারবেন। এই ক্যানভা অ্যাপসটি ব্যবহার করে কিভাবে আপনার লিখাগুলোকে বিভিন্ন কালার প্রদান করবেন ছোট বড় করবেন এবং বোল্ট বা মোটা করবেন, আন্ডারলাইন্ড করবেন এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন।

ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন পেইজ কভার ফটো সাইজ ফেসবুক পেজের কভার ফটো Facebook page cover photo size ফেসবুক কভার ফটো ডাউনলোড ইসলামিক ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো ডিজাইন plp ফেসবুক কভার ফটো ডিজাইন png


আমি আপনাদের উপরে উল্লেখিত ছবি দ্বারা একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি, আপনার ইচ্ছামত একটি টেমপ্রেট কাস্টমাইজেশন করবেন সে সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।

ফেসবুক কভার ফটো ডাউনলোডঃ

আপনার যদি কাস্টমাইজেশন করা শেষ হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোড করার জন্য ফাইল অপসনে চলে যাবেন। ফাইল অপশন ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোড একটি ইন্টারফেস চলে আসবে।
ফেসবুক পেজ কভার ফটো ডিজাইন পেইজ কভার ফটো সাইজ ফেসবুক পেজের কভার ফটো Facebook page cover photo size ফেসবুক কভার ফটো ডাউনলোড ইসলামিক ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো ডিজাইন plp ফেসবুক কভার ফটো ডিজাইন png

এরপর ডাউনলোডে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ডাউনলোডিং ক্লিক করার সাথে সাথেই আপনি যে ফরমেটে ছবিটি ডাউনলোড করতে চাইছেন সে ফরমেটটি উল্লেখ করে দেবেন যদি আপনি png format নির্ধারণ করেন তাহলে পিএনজি নির্ধারণ করবেন, আর যদি মনে করেন যে না আমি জেপিজি ফরমেটে ডাউনলোড করব তাহলে জেপিজি ফরমেটটি সিলেক্ট করে দেবেন।

আরো পড়ুন, ফেসবুক মনিটাইজেশন শর্ত ২০২৪ | রিলস মনিটাইজেশন শর্ত

এরপর ডাউনলোড এই অপশনটির ওপর ক্লিক করবেন। তাহলে আপনার কাস্টমাইজেশন করা টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। আপনি আপনার কাঙ্খিত কভার পেজ ক্যানভা অ্যাপসটি দিয়ে ইচ্ছেমতো কাস্টমাইজেশন করে ডাউনলোড করতে পারবেন।

সম্মানিত পাঠক আমি আপনাদের কিভাবে ফেসবুক কভার পেজ তৈরি করতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করেছি যদিআপনাদের কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার এই পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url