টিন সার্টিফিকেট অনলাইন আবেদন | E TIN registration

অনলাইনে ই টিন রেজিস্ট্রেশন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য আবেদন করা যায়, এটা অনেকেই জানেন না বা হয়তো অনেকেই জানেন। তবে আমি এখানে বলব কিভাবে আপনি পাঁচ মিনিটে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ই টিন রেজিষ্ট্রেশন সে সম্পর্কে আজকের এই পোস্টটিতে বিস্তারিত তথ্য তুলে ধরবো।
টিন সার্টিফিকেট আবেদন টিন সার্টিফিকেট তৈরী টিন সার্টিফিকেট ডাউনলোড TIN certificate টিন সার্টিফিকেট চেক টিন সার্টিফিকেট লগইন ই টিন সার্টিফিকেট অনলাইনে টিন সার্টিফিকেট e tin registration, Bangladesh tin certificate e-tin registration login bd nbr tin registration tin registration online e return
আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্য করো কাছ থেকে না করে আপনি নিজেই ঘরে বসে মাত্র ৫ মিনিটে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সে বিষয় সম্পর্কে জানতে পারবেন আমার এই পোস্টটি পড়ে।

পোষ্ট সুচিঃ

  • টিন সার্টিফিকেট আবেদন।
  • টিন সার্টিফিকেট তৈরী।
  • Tin Registration Online
  • টিন সার্টিফিকেট চেক।
টিন সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। টিন সার্টিফিকেট যখন আপনার প্রয়োজন পড়বে অথবা আপনি যখন টিন এর কথা ভাববেন তখন আপনার মাথায় আসতে পারে টিন সার্টিফিকেট কেন এত গুরুত্বপুর্ণ বা প্রয়োজন। এবং টিন সার্টিফিকেট গ্রহীতা হিসেবে আপনার সুবিধা কি কি। তাই সার্টিফিকেট রেজিস্ট্রেশন কিভাবে অনলাইনে করবেন সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে এই ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিচ্ছি। আরো পড়ুন, দাঁত ব্যথা কমানো প্রাকৃতিক উপায় - দাঁতের মাড়িতে ব্যথা হলে করণীয়

টিন সার্টিফিকেট আবেদন।

আপনি টিন সার্টিফিকেট গ্রহীতা হিসেবে আপনার যেসব সুবিধা গুলো আপনি পাবেন তা সংক্ষিপ্ত আকার আমি তুলে ধরলাম।
  • আমদানি করার ক্ষেত্রে আমদানি পত্র রেজিস্ট্রেশন করার জন্য আপনার সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
  • আপনি যে বিভাগে বসবাস করেন সে বিভাগের পৌরসভার লাইস েন্স নবায়ন করার ক্ষেত্রে ই টিন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
  • কোন পণ্য সরবরাহ বা চুক্তি নামা অথবা অন্যান্য যে কোন বাণিজ্যিক দপ্তরের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন।
  • আমাদের দেশে যেসব বীমা কোম্পানিগুলো আছে তাদের লাইসেন্স তালিকাভুক্তকরণ বা নবায়নের ক্ষেত্রে প্রয়োজন।
  • আপনার টাকার পরিমান যদি এক লক্ষ টাকার উপরে হয় এবং সিটি কর্পোরেশন ভুক্ত অঞ্চলের যেকোনো জমি ভাবন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই সার্টিফিকেট প্রয়োজন হয়।
  • ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন।
  • কোন নতুন কোম্পানি লাইসেন্স রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • ড্রাগ লাইসেন্স এর ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন।
  • কোন ব্যবসিক নির্দিষ্ট এলাকায় তার ব্যবসায়ী সমিতির সদস্যপদ লাভের জন্য সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
  • আই এস ডি, টেলিফোন সংযোগের ক্ষেত্রে প্রয়োজন।
  • মুসলিম বিবাহ এবং তালকনামা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন।
  • ভবন নির্মাণের পরিকল্পনার জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে।
  • যেকোনো গাড়ি যেমন মোটরসাইকেল মাইক্রোবাস ইত্যাদি লাইসেন্স করার ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে।
  • কোন ব্যক্তি কমার্শিয়াল ব্যাংক অথবা লিজিং কোম্পানি থেকে ঋণ গ্রহণ অথবা ঋণ অনুমোদনের জন্য এই টিন সার্টিফিকেটটি প্রয়োজন হয়ে থাকে।
অর্থাৎ আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যেগুলো কাজ করতে গেলে আপনার এবং আমার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে।

টিন সার্টিফিকেট তৈরী।

  • টিন সার্টিফিকেট গ্রহণের জন্য আপনার এবং আমার সুবিধাগুলো কি কি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
  • কর সংক্রান্ত যেকোন বিষয়ে আপনি নিজেই উপস্থিত থাকতে পারবেন ।
  • কর্তৃপক্ষ কোন বিষয় সিদ্ধান্ত নিলে আপনি তার বিপরীতে কোন আবেদন করার অধিকার রাখেন।
  • কর্তৃপক্ষ সব বিষয়ে আপনাকে তথ্যপ্রদানে বাধ্য থাকবে।
  • আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে ভাউচার প্রদান করা হবে।
  • টিন সংক্রান্ত যথাযথ নীতিমালা থাকায় আপনি আশঙ্কা মুক্ত থাকবেন না।
সুতরাং আপনি পোস্টটি পড়ে বুঝতে পারছেন যে টিন গ্রহণকারী হিসেবে আপনার সুবিধাগুলো কি কি এবং কেন আপনার সার্টিফিকেট প্রয়োজন। আরো পড়ুন,  বিকাশ লোন কিভাবে পাওয়া যাবে - বিকাশ লোন কারা পাবে

Tin Registration Online

অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনি লিখবেন ই টিন রেজিস্ট্রেশন। এই কথাটি লিখে সার্চ করলেই আপনাদের সামনেই এই ই টিন রেজিস্ট্রেশন ইন্টার ফেস্টি ওপেন হবে।

এরপরে আপনি e tin registration এই লেখাটির উপর চাপ দেবেন।
টিন সার্টিফিকেট আবেদন টিন সার্টিফিকেট তৈরী টিন সার্টিফিকেট ডাউনলোড TIN certificate টিন সার্টিফিকেট চেক টিন সার্টিফিকেট লগইন ই টিন সার্টিফিকেট অনলাইনে টিন সার্টিফিকেট e tin registration, Bangladesh tin certificate e-tin registration login bd nbr tin registration tin registration online e return

সেখানে আপনি চাপ দিলেই আপনাকে টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটটি ওপেন হবে। এরপরে আপনি দেখবেন উপরের মেনু বারে হোম লগিন রেজিস্টার এই রেজিস্টার অপশনের চাপ দেবেন। রেজিস্ট্রেশন অপসনে চাপ দিলে আপনার সামনে রেজিস্ট্রেশন করার জন্য ছোট্ট একটি ট্যাব ওপেন হবে সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন। ইউজার আইডি এই অপশনে আপনি আপনার একটি ইউজার আইডি দিয়ে দিবেন আপনি চাইলে আপনার ফোন নম্বরটিও দিতে পারেন

এরপরে আপনার ইচ্ছেমতো একটি পাসওয়ার্ড দিয়ে নিবেন তারপরে রি পাসওয়ার্ডে আগের যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি বসিয়ে দিবেন। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে পাসওয়ার্ডটি আটটি অক্ষরের হতে হবে। পরের অবসানে আপনাকে একটি সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেটি ঠিকঠাক মত আপনি উত্তর দিয়ে নিবেন। 

এরপরে আপনার কান্ট্রি অর্থাৎ আপনি যে দেশে বসবাস করেন সে দেশটি উল্লেখ করবেন, আপনার মোবাইল নাম্বার যেটি সচল আছে সেই নম্বরটি দিয়ে নিবেন। আপনাকে এর পরের অংশে একটি ইমেইল দিয়ে নিতে হবে তারপরে কিছু ক্যাপচার কোড আছে সে ক্যাপচার কোড গুলো দিয়ে নিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে রেজিস্টার বাটনে ক্লিক করবেন।

আপনার সবকিছু ঠিকঠাক থাকলেই আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সিকিউরিটি যথাযথ স্থানে বসিয়ে দিয়ে একটি অপশনে চাপ দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে দেখানো হবে রেজিস্ট্রেশন কমপ্লিটেড অর্থাৎ আপনার টিন রেজিস্ট্রেশন সফলভাবে অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে।

টিন সার্টিফিকেট চেক।

পরের ধাপে আপনি লগইন অপশনে চলে যাবেন সেখানে গিয়ে আপনার পূর্বে যে ইউজার আইডিটি দিয়েছিলেন অর্থাৎ আপনার ফোন নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে সেই ফোন নম্বরটি ইউজার আইডি দিয়ে নিবেন। তারপরে আর্ট ক্যারেক্টারের যে পাসওয়ার্ডটি লিখেছিলেন সে পাসওয়ার্ডটি দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন।

লগিন অফ সোনি ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে সেখানে লিখা থাকবে for tin registration re registration click
টিন সার্টিফিকেট আবেদন টিন সার্টিফিকেট তৈরী টিন সার্টিফিকেট ডাউনলোড TIN certificate টিন সার্টিফিকেট চেক টিন সার্টিফিকেট লগইন ই টিন সার্টিফিকেট অনলাইনে টিন সার্টিফিকেট e tin registration, Bangladesh tin certificate e-tin registration login bd nbr tin registration tin registration online e return

উপরের লেখাটিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনাকে আবার একটি নতুন ইন্টারফেসর নিয়ে যাওয়া হবে সেখানেই কিছু তথ্য দিতে হবে যেমন করদাতার ধরন সেটির সিলেট করে দিবেন। আপনার ন্যাশনাল আইডিটি উল্লেখ করে দিবেন। এরপরে আপনার আয়ের প্রধান উৎসটা কি সেটি সিলেক্ট করে দেবেন। 

তারপরে লোকেশন সোর্স ইনকাম সিটি সিলেক্ট করবেন, এবং পরের অংশে আপনি কোথা থেকে সার্ভিসটি দিচ্ছেন সেই জায়গাটি সিলেট করবেন। তারপরে উল্লেখিত বিষয়গুলো আপনারা যথাযথভাবে ভালো করে দেখে শুনে গো টু নেক্সট অপশন এ ক্লিক করবেন। আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে।
টিন সার্টিফিকেট আবেদন টিন সার্টিফিকেট তৈরী টিন সার্টিফিকেট ডাউনলোড TIN certificate টিন সার্টিফিকেট চেক টিন সার্টিফিকেট লগইন ই টিন সার্টিফিকেট অনলাইনে টিন সার্টিফিকেট e tin registration, Bangladesh tin certificate e-tin registration login bd nbr tin registration tin registration online e return

আপনি উপরে উল্লেখিত বিষয়গুলো সবকিছু ঠিকঠাক ভাবে দিয়ে নিবেন। আপনার সবকিছু ঠিকঠাক মনে হয় যে আমি বসেছি তাহলে আপনি করুন নেক্সট বাটনে ক্লিক করবেন।
পরবর্তী ধাপে যাওয়ার জন্য যখন নেক্সট বাটনে ক্লিক করবে তখন আপনার সামনেই একটি ইন্টারফেস আসবে সে ইন্টারফেসর দেখতে পাবেন । আপনি এর আগে যতগুলো ইনফরমেশন আপডেট করেছেন সবগুলো এখানে আপনার সামনেই শো করছে।

যদি আপনার সবকিছু ইনফরমেশন সব ঠিকঠাক থাকে তাহলে এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এখন আপনি সাবমিট করার পরে আপনার পুরো ইনফরমেশন গুলো দেখতে পাবেন আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে প্রিন্ট ডিটেলস ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন।

অতএব আপনারা সব কিছু নিয়ম মেনে যদি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে খুব সহজেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনারা টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন।

সম্মানিত পাঠক বৃন্দ আমি আর কথা বাড়াবো না আপনারা যদি আমার এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে থাকেন এবং যদি মনে করেন যে আপনি টিন সার্টিফিকেট বানাবেন তাহলে নিয়ম মেনে সবকিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন দেখবেন আপনিও ৫ মিনিটের মধ্যেই সার্টিফিকেট দিয়ে হাতে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই পোস্টটি ধৈর্য সহ করে পড়ার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url